Monday, September 30, 2024

Durga Puja 2024 : এবছর কখন লাগছে অষ্টমী আর কখনই বা সন্ধিপুজো ? জেনে নিন সম্পূর্ণ নির্ঘন্ট




 




দেবীর দোলায় আগমন : ফল – মড়ক
দেবীর ঘোটকে গমন : ফল – ছত্রভঙ্গ


দেবীর বোধন : বাং ২১শে আশ্বিন, ইং ৮ই অক্টোবর (মঙ্গলবার), পঞ্চমী সকাল ৭টা ৯ মিনিট পর্যন্ত। অতএব ওই দিন সায়ংকালে দেবীর বোধন প্রশস্তা।

দেবীর আমন্ত্রণ ও অধিবাস : 


বাং ২২শে আশ্বিন, ইং ৯ই অক্টোবর (বুধবার) ষষ্ঠী সকাল ৭টা ৩২ মিনিট পর্যন্ত। এই দিন সায়ংকালে শ্রীশ্রী শারদীয়া দুর্গা দেবীর আমন্ত্রণ ও অধিবাস। ওই দিন সকালে ৮টা ৩১ মিনিটের মধ্যে দুর্গা ষষ্ঠীর প্রদীপ প্রজ্জ্বলন।



সপ্তমী বিহিত মহাপূজা :

 বাং ২৩শে আশ্বিন, ইং ১০ই অক্টোবর (বৃহস্পতিবার) সপ্তমী সকাল ৭টা ২৫ মিনিট পর্যন্ত। অতএব ওই দিন সকালে ৭টা ১০ মিনিটের মধ্যে নবপত্রিকা স্নান, প্রবেশ, স্থাপন এবং সপ্তমী বিহিত পূজা অবশ্যই শেষ করতে হবে। অতএব ভোর ৪টে থেকে সমস্ত সেবায়েতগণ ও পুরোহিতগণকে মন্দিরে উপস্থিত হতে হবে।



অষ্টমী বিহিত মহাপূজা ও সন্ধিপূজা এবং নবমী বিহিত মহাপূজা ও বলিদান :


বাং ২৪ শে আশ্বিন, ইং ১১ইঅক্টোবর (শুক্রবার) অষ্টমী সকাল ৬টা ৪৮ মিনিট পর্যন্ত।

ক) ওই দিন ভোর ৪টে ৩০ মিনিট হইতে মহাষ্টমীর পূজা অবশ্যই আরম্ভ করতে হবে।

খ) সন্ধিপূজো শুরু সকাল ৬টা ২৪ মিনিট থেকে এবং ৭টা ১২ মিনিটের মধ্যে সমাপন।

গ) সন্ধিপূজা সমাপনান্তে মহানবমী বিহিত পূজা প্রশস্তা।

ঘ) বলিদান সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে হওয়াই বাঞ্ছনীয়।

বিজয়া দশমী : 

বাং ২৫শে আশ্বিন, ইং ১২ই অক্টোবর (শনিবার)। দশমী সকাল ৫টা ৪৪ মিনিট থেকে আরম্ভ। অতএব ওই দিন মহানবমী বিহিত অধিক পূজা ৫টা ৪৪ মিনিটের মধ্যে শেষ করতে হবে। শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমীবিহিত পূজা সমাপনান্তে বিসর্জ্জন প্রশস্তা।







Tuesday, September 24, 2024

Triprasa Development Committee and Triprasa Contractor Committee submitted a deputation to the Executive Engineer of the Dhalai Zone of TTADC,




Triprasa Development Committee and Triprasa Contractor Committee submitted a deputation to the Executive Engineer of the Dhalai Zone of TTADC.


Correspondent-Ashim Datta 
Kailashahar, unakoti, tripura


For the past few years, the works in the Dhalai Zone of TTADC (Tripura Tribal Areas Autonomous District Council), under the PWD Dhalai Division, have been carried out through restricted and selected contractors. In protest of this, on Tuesday, the Triprasa Development Committee and Triprasa Contractor Committee submitted a deputation to the Executive Engineer of the Dhalai Zone of TTADC, Uday Shankar Jamatia, at the Subnagar office in Ambasa subdivision. On this day, both committee presidents, Pradip Riyan and Raju Chandra Riyan, handed over a memorandum to Executive Engineer Uday Shankar Jamatia. While giving the deputation, Pradip Riyan stated that this has been happening in the same way for the past few years. In protest, they submitted the deputation today. They demand that works should not be done through restricted and selected contractors. They want an open tender process so that everyone can participate. The Triprasa Contractor Committee has issued a warning that if their demands are not met within three days, they will lock down the zonal office.


Monday, September 23, 2024

Minister Tinku Joins BJP Membership Drive.

 


Minister Tinku Joins BJP Membership Drive.


Correspondent Anupam Pal Kailashahar,

Unakoti Tripura


Bharatiya Janata Party's (BJP) membership drive, launched on September 3, has gained momentum in Tripura, with over 4 lakh people joining the party in just a few days.

The drive is being conducted across all sub-divisions of the state, with active participation from BJP leaders and ministers.

Today, Tripura's Social Welfare and Education Minister Tinku Roy participated in the membership drive at Shriramapur village in Chandipur assembly constituency under Kailashahar sub-division.

Minister Tinku Roy personally encouraged people to join the BJP, emphasizing the party's nationalist values and vision for India's development.

He appealed to all to join the BJP family, strengthening the party's organizational structure alongside governing the state.
This initiative by Minister Tinku Roy has inspired party workers across all levels, aiming to further fortify the organization.

Sunday, September 22, 2024

Go-Green Organization Celebrates First Anniversary with Art Competition.




 


Go-Green Organization Celebrates First Anniversary with Art Competition.


Correspondent Anupam Pal

Kailashahar,Unakoti Tripura


To commemorate its first anniversary, the Go-Green organization hosted a art competition for school students at Unakoti Kalashetra. The event aimed to promote environmental awareness and encourage young minds to contribute to environmental conservation.


Go-Green, a social organization focused on environmental protection, was founded a year ago with the mission to preserve the balance of nature. The organization has planted over 2,000 trees, with a 95% survival rate.


The art competition was divided into three categories, attracting participation from 100 students. Go-Green's Founder President, Mrinal Kanti Sinha, emphasized the organization's growth from humble beginnings to now having thousands of members.


The event was attended by Kailashahar Municipality Chairperson, Chapala Debroy, and other dignitaries.


The main anniversary event will take place on September 25 at Unakoti Kalashetra.


Go-Green's initiatives:


- Tree plantation drives

- Regular tree care and maintenance

- Environmental awareness programs


Objective:


- Protect the environment for future generations

- Promote sustainable development.




𝗙𝗮𝗸𝗲 𝗰𝗲𝗿𝘁𝗶𝗳𝗶𝗰𝗮𝘁𝗲 𝗮𝗰𝘁𝗶𝘃𝗲 𝗰𝘆𝗰𝗹𝗲 𝗶𝗻 𝗸𝗮𝗶𝗹𝗮𝘀𝗵𝗮𝗵𝗮𝗿




Correspondent - Ashim Datta
Daily Post Tripura

মহকুমা শাসকের কার্যালয়ের ডিসিএম মতি রঞ্জন দেববর্মার স্বাক্ষর জাল করে ম্যারেজ সার্টিফিকেট ও পিআরটিসি সার্টিফিকেট বের করার চেষ্টার জন্য আজ মহকুমা শাসক কার্যালয়ের ডিসিএম রায়না বেগম ও অকলিছ উদ্দিনের নামে কৈলাসহর থানায় এফ আই আর করেছেন। রায়না বেগম অনলাইনে ম্যারেজ সার্টিফিকেটের জন্য যে এপ্লাই করেছেন তার তারিখ হচ্ছে ১৩-৯-২০২৪। তিনি ঠিকানা দিয়েছেন টাউন কুবঝার পুর পরিষদের তিন নম্বর ওয়ার্ড। অথচ দেখা গেছে ডিসিএমের স্বাক্ষর জাল করে ৮- ৯- ২০২৪ তারিখে তহশীল হেয়ারিং করে অনুমোদন দিয়েছেন। আবেদনের পাঁচ দিন পূর্বেই হেয়ারিং হয়ে গেছে। অকলিছ উদ্দিনের পিআরটিসি সার্টিফিকেটের ক্ষেত্রে দেখা গেছে তিনি অনলাইনে আবেদন করেছেন ৯- ৯- ২০২৪। তিনি ঠিকানা দিয়েছেন পূর্ব ইয়াজেখাওরা গ্রাম পঞ্চায়েত। অথচ দেখা গেছে ২৫- ৫- ২০২৪ তারিখে তহশীল হেয়ারিং হয়ে গেছে। অর্থাৎ এপ্লাই করার চার মাস পূর্বে হেয়ারিং হয়ে গেছে। বৃহস্পতিবার মহকুমা শাসক কার্যালয়ের ডিসিএম মতি রঞ্জন দেববর্মার নজরে ঘটনাটি ধরা পড়ে। আজ সকালে এই দুই ব্যক্তির বিরুদ্ধে তিনি কৈলাসহর থানায় মামলা লিপিবদ্ধ করেছেন। এখন দেখার এই সমস্ত ঘটনার সাথে কারা জড়িত রয়েছে। পুলিশ সত্য ঘটনা উদঘাটন করলে অনেকেই আশাবাদী যে এর পিছনে অনেক বড় বড় রাঘব বোয়ালরা জড়িত থাকতে পারে। তাছাড়া এই দুই ব্যক্তি ভারতের নাগরিক কিনা তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে।









Thursday, September 19, 2024

𝗔 𝗺𝗼𝗱𝗲𝗿𝗻 𝘀𝗰𝗵𝗼𝗼𝗹 𝗶𝘀 𝗴𝗼𝗶𝗻𝗴 𝘁𝗼 𝗯𝗲 𝗯𝘂𝗶𝗹𝘁 𝗶𝗻 𝗨𝗻𝗮𝗸𝗼𝘁𝗶 𝗱𝗶𝘀𝘁𝗿𝗶𝗰𝘁.


Correspondent Anupam Pal
Kailashahar,Unakoti Tripura


After decades, Dalugaon Higher Secondary School is getting a new look, thanks to the initiative of state minister Sudhangshu Das, a former student of the school. The school's renovation had been demanded for years during the Left Front government's tenure but to no avail.


Following the change in government in 2018, young MLA Sudhangshu Das was elected from Fatikroy constituency. Since then, various developmental works have been undertaken in the Fatikroy assembly area.

In 2023, Das was made a member of the state cabinet for his notable developmental works in the area over five years. After becoming a minister, Das has been working tirelessly to develop Fatikroy.

One of his notable initiatives is renovating Dalugaon Higher Secondary School. In an exclusive interview with our representative, Minister Sudhangshu Das said that the state education department has allocated around Rs 13 crore for the new building's construction, which began in mid-2023.


The first phase received Rs 8 crore from the education department. Subsequent allocations were made in the second and third phases. A modern auditorium with a capacity for 300-400 students will be built.

As Das is an alumnus of the school, he has an emotional attachment to it and frequently visits the site to oversee progress.

During the 25 years of Left Front rule, the school's condition had deteriorated significantly. After becoming an MLA, Das ensured the school's reconstruction, allocating over Rs 8 crore from the state education department.

Later, the school was brought under the 'Vidya Jyoti' program, and an additional Rs 3 crore was allocated. The RD department also.


Wednesday, September 18, 2024

সি পি আই এম উনকোটি জেলা কমিটির উদ্যোগে ১৮ দফা দাবির ভিত্তিতে ঊনকোটি জেলার জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান

Correspondent - Ashim Datta 18/09/2024

CPIM ঊনকোটি জেলা কমিটির উদ্যোগে ১৮ দফা দাবির ভিত্তিতে বুধবার দুপুর বেলা ঊনকোটি জেলার জেলাশাসকের কাছে একটি ডেপুটেশন প্রদান করা হয়। এদিনের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন CPIM ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, CPIM রাজ্য কমিটির সদস্য স্বপন কুমার বৈষ্ণব, পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সমীরন মালাকার, CPIM দলের অন্যতম নেতা সুব্রত দাস, কৈলাশহর CPIM মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী, CPIM দলের অন্যতম নেতা কানতিলাল দে থেকে শুরু করে CPIM দলের অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এই ১৮ দফা দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য দাবি হলো, সাম্প্রতিক বন্যায় কৃষক সহ অন্যান্য ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য প্রদান করতে হবে সহ আরও ইত্যাদি দাবিতে এদিনের এই ডেপুটেশন প্রদান করা হয়, ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা উনাদের দাবিগুলির সাথে সহমত পোষণ করেন।

Friday, September 13, 2024

Minor girl gang-raped in North Tripura, accused arrested

Correspondent Anupam Pal
Kailashahar,Unakoti Tripura


A minor girl was gang-raped in Panisagar sub-division of North Tripura district. The incident occurred on Thursday evening. The victim, a student of Class IX, was abducted by two youths from a shop near her home and taken to a nearby jungle, where she was raped multiple times. The accused then left her on the road and fled. Locals found her and informed the police, who immediately took her to the hospital.

Acting swiftly, the Superintendent of Police, Banupada Chakraborty, along with his team, launched a search operation and arrested two accused, Usman Ali (23) and Ayaz Ali (26), from Rowa area. They were produced in court and a case of gang-rape was registered against them.

The incident sparked widespread outrage in the area, with locals demanding severe punishment for the accused. The police have assured that they will take necessary action to ensure justice for the victim.

It is worth noting that the mother of one of the accused, Ayaz Ali, is a panchayat member of the ruling party in Rowa village, which has added to the tension in the area. However, the police have managed to bring the situation under control.

Thursday, September 12, 2024

Samrat Recovers Miraculously with the Help of Lions and Leo Clubs.




Samrat Recovers Miraculously with the Help of Lions and Leo Clubs.

Correspondent Anupam Pal
Kailashahar,Unakoti Tripura
Hello. +919436145755

On July 29, Samrat De, a member of the Leo Club, was seriously injured in a bike accident in Nilambazar, Assam. The Lions Club and Leo Club of Kailashahar organized a press conference regarding this incident. The conference was attended by Lions Club President Supriya Dev Roy, Leo Club President Bipasha Dev, Leo Lion Saurabh Biswas, Leo Club Treasurer Samrat De, and his mother Sangita De.

Bipasha Dev said that on July 29, Samrat De and Nilanjan Das were involved in an accident while traveling from Kailashahar to Silchar. A truck hit their bike, causing them to fall off. Nilanjan suffered minor injuries, but Samrat was severely injured.

The accident occurred at 10:20 am in front of the Nilambazar PHC center. After the accident, Nilanjan informed the Kailashahar Lions Club, which then informed the Karimganj Lions Club. The Karimganj club members admitted Samrat to the Karimganj Civil Hospital, where he received initial treatment before being transferred to Silchar.

The Silchar Lions Club members made arrangements for Samrat's treatment at the Silchar hospital. Samrat's mother arrived in Silchar before his treatment began. After two surgeries in Silchar, Samrat was transferred to Guwahati. His condition was critical, with severe facial injuries, a broken nose, and a damaged right eye.

In Guwahati, Samrat underwent four surgeries. The Lions and Leo clubs of Barak Valley, Tripura, Guwahati, and Upper Assam provided unprecedented support. They managed to get the best doctors, and Samrat's face was reconstructed.

Currently, Samrat's right eye is closed to prevent infection. The eye will be opened after 15 days. Everyone hopes that Samrat will regain his vision in both eyes.

At the press conference, Samrat's eye was bandaged, and he became emotional while speaking about the support he received from the club. His mother, Sangita De, said that the club was like a temple for them, and the support they received was unimaginable.

The Leo Club members said that 600 members provided financial and physical support to Samrat. They thanked the Lions and Leo clubs of Assam and Tripura for their cooperation. Leo Club President Bipasha Dev said that being part of such a club helped Samrat recover miraculously. She appealed to others to join the Leo Club."



Wednesday, September 11, 2024

মনিপুর রাজ্যের অশান্তি: একটি বিশ্লেষণ

মনিপুর রাজ্যের অশান্তি: একটি বিশ্লেষণ
Ashim Datta 11/09/2024
Hello - 9366610181

মনিপুর, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের একটি ছোট রাজ্য, বিগত কয়েক দশক ধরে রাজনৈতিক অস্থিরতা, জাতিগত সংঘাত ও সশস্ত্র বিদ্রোহের কারণে অশান্তিতে জর্জরিত। যদিও এই রাজ্যের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতি বৈচিত্র্য রয়েছে, তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে এখানকার মানুষের জীবনযাত্রা এই সংঘাতময় পরিস্থিতির দ্বারা প্রভাবিত হয়েছে। মনিপুরের বর্তমান অশান্তি বহুমাত্রিক এবং এর শিকড় গভীরভাবে ঐতিহাসিক, সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে প্রোথিত।

 ১. জাতিগত ও সাম্প্রদায়িক সংঘাত

মনিপুরের জনগণের মধ্যে বেশ কয়েকটি বড় জাতিগোষ্ঠী রয়েছে, যেমন মেইতেই, নাগা, কুকি প্রভৃতি। মেইতেইরা রাজ্যের সমতল অঞ্চলে বসবাস করে এবং সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় হিসেবে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে, কুকি ও নাগা সম্প্রদায় পাহাড়ি অঞ্চলে বসবাস করে। এই জাতিগোষ্ঠীগুলির মধ্যে ভূমি, ক্ষমতা ও সাংস্কৃতিক অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। মূলত ভূমি ও আধিপত্য প্রতিষ্ঠার লড়াইয়ে এই জাতিগত দ্বন্দ্বগুলি তীব্র হয়েছে, যা রাজ্যের শান্তি নষ্ট করেছে।

২. সশস্ত্র গোষ্ঠী ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলন

মনিপুরে একাধিক সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে, যারা বিভিন্ন সময়ে স্বাধীনতা, স্বায়ত্তশাসন, অথবা বিশেষ সাংবিধানিক মর্যাদার দাবি জানিয়েছে। এদের মধ্যে ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (UNLF), পিপলস লিবারেশন আর্মি (PLA), কুকি ন্যাশনাল আর্মি (KNA) প্রভৃতি উল্লেখযোগ্য। এই গোষ্ঠীগুলি ভারত সরকারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে এবং রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিদ্রোহী কার্যকলাপ পরিচালনা করছে। সশস্ত্র গোষ্ঠীগুলির ক্রমাগত হিংসাত্মক কার্যকলাপ ও ভারত সরকারের বিরুদ্ধে পরিচালিত আন্দোলন মনিপুরের অস্থিরতার প্রধান কারণগুলির একটি।

 ৩. ভূমি ও রাজনীতির দ্বন্দ্ব

মনিপুরের পাহাড়ি এবং সমতল অঞ্চলের মধ্যে ভূমি নিয়ে সংঘাত দীর্ঘদিন ধরে চলে আসছে। পাহাড়ি জনগোষ্ঠীগুলি সমতল অঞ্চলের মানুষের আধিপত্যের বিরুদ্ধে বিদ্রোহ করেছে এবং তাদের নিজস্ব সাংস্কৃতিক ও রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য লড়াই করছে। সমতল অঞ্চলের মেইতেইরা পাহাড়ি অঞ্চলে প্রবেশাধিকারের দাবি জানালে, পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে এর বিরুদ্ধে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এর ফলে ভূমি নিয়ন্ত্রণ, বসতি ও আধিপত্য নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘাত আরও বৃদ্ধি পেয়েছে।

৪. নিরাপত্তা বাহিনী ও মানবাধিকার লঙ্ঘন

মনিপুরে ভারতীয় সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে, কারণ অঞ্চলটি বহুদিন ধরে সংঘাতময়। তবে সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলির মধ্যে সংঘর্ষের পাশাপাশি, সাধারণ মানুষও মাঝে মাঝে সংঘাতের শিকার হয়েছেন। বিশেষ করে, আফস্পা (AFSPA) আইন মনিপুরের অনেকাংশে প্রয়োগ করা হয়েছে, যা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে সমালোচিত হয়েছে। এই আইন সেনাবাহিনীকে অতিরিক্ত ক্ষমতা প্রদান করে, যা অনেক ক্ষেত্রেই নিরপরাধ মানুষের অধিকার লঙ্ঘনের কারণ হয়েছে।

 ৫. শান্তি প্রক্রিয়া ও ভবিষ্যৎ

ভারত সরকার মনিপুরের অস্থিরতা নিরসনের জন্য বিভিন্ন সময়ে শান্তি আলোচনা ও উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। তবে জাতিগত বিভাজন, সশস্ত্র গোষ্ঠীগুলির ভূমিকা, এবং স্থানীয় রাজনৈতিক জটিলতা প্রক্রিয়াটিকে বাধাগ্রস্ত করেছে। 

মনিপুরের স্থায়ী শান্তি অর্জন করার জন্য প্রয়োজন, সকল জাতিগত গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা, অস্ত্রধারী গোষ্ঠীগুলির সাথে ফলপ্রসূ আলোচনা করা, এবং মানুষকে উন্নয়নের মূলধারায় যুক্ত করার প্রচেষ্টা। 

উপসংহার 

মনিপুরের অস্থিরতার পেছনে রয়েছে দীর্ঘদিনের ইতিহাস, সংস্কৃতি, এবং রাজনৈতিক সংঘাত। একদিকে ভারতের অখণ্ডতার প্রশ্ন, অন্যদিকে স্থানীয় জনগোষ্ঠীর আত্মপরিচয় ও অধিকার রক্ষার লড়াই—এই দ্বৈত সমস্যার সমাধান একদিনে সম্ভব নয়। তবুও, শান্তি ও সংহতির জন্য সকল পক্ষের যৌথ প্রচেষ্টা অপরিহার্য।

Awareness Programme on Road Safety at Unakoti KalaKshetra

Awareness Programme on Road Safety at Unakoti KalaKshetra Correspondent: Ashim Datta, Kailashahar An exceptional awareness progr...