Wednesday, September 18, 2024

সি পি আই এম উনকোটি জেলা কমিটির উদ্যোগে ১৮ দফা দাবির ভিত্তিতে ঊনকোটি জেলার জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান

Correspondent - Ashim Datta 18/09/2024

CPIM ঊনকোটি জেলা কমিটির উদ্যোগে ১৮ দফা দাবির ভিত্তিতে বুধবার দুপুর বেলা ঊনকোটি জেলার জেলাশাসকের কাছে একটি ডেপুটেশন প্রদান করা হয়। এদিনের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন CPIM ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, CPIM রাজ্য কমিটির সদস্য স্বপন কুমার বৈষ্ণব, পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সমীরন মালাকার, CPIM দলের অন্যতম নেতা সুব্রত দাস, কৈলাশহর CPIM মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী, CPIM দলের অন্যতম নেতা কানতিলাল দে থেকে শুরু করে CPIM দলের অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এই ১৮ দফা দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য দাবি হলো, সাম্প্রতিক বন্যায় কৃষক সহ অন্যান্য ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য প্রদান করতে হবে সহ আরও ইত্যাদি দাবিতে এদিনের এই ডেপুটেশন প্রদান করা হয়, ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা উনাদের দাবিগুলির সাথে সহমত পোষণ করেন।

No comments:

Post a Comment

Awareness Programme on Road Safety at Unakoti KalaKshetra

Awareness Programme on Road Safety at Unakoti KalaKshetra Correspondent: Ashim Datta, Kailashahar An exceptional awareness progr...