Friday, July 4, 2025

আগরতলায় প্রস্তুতিমূলক সভা: সফল আয়োজনের লক্ষ্যে উদ্যোগী রাজ্য প্রশাসন

আগরতলায় প্রস্তুতিমূলক সভা: সফল আয়োজনের লক্ষ্যে উদ্যোগী রাজ্য প্রশাসন


প্রতিবেদন - অসীম দও




আগরতলা, ৪ জুলাই: ২০২৫ সালের উত্তর-পূর্ব NSS উৎসব এবং স্কাউট ও গাইডদের জন্য “এক ভারত শ্রেষ্ঠ ভারত” থিমে অনুষ্ঠিতব্য প্রথম জাতীয় ইন্টিগ্রেশন ক্যাম্প-কে কেন্দ্র করে আজ শিক্ষা ভবনের যুব বিষয়ক ও ক্রীড়া অধিদপ্তরের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা।

সভায় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ সমাজ শিক্ষা যুব ও ক্রীড়া বিষয়ক এবং শ্রমদপ্তরের মন্ত্রী টিংকু রায় । এছাড়াও রাজ্য প্রশাসনের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। এই দু’টি গুরুত্বপূর্ণ জাতীয় স্তরের কর্মসূচিকে সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে নানা দিক নিয়ে গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা হয়। কর্মসূচিগুলির পরিকল্পনা, সমন্বয়, নিরাপত্তা, আবাসন ও অন্যান্য পরিকাঠামোগত বিষয়গুলি নিয়ে বিশদ আলোচনা করা হয় সভায়।




সভায় অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন, এই ধরনের উদ্যোগ কেবলমাত্র যুব সমাজের মনন ও চরিত্র গঠনে সহায়ক হবে না, বরং জাতীয় সংহতি ও সাংস্কৃতিক আদান-প্রদানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের উত্তর-পূর্ব NSS উৎসব এবং “এক ভারত শ্রেষ্ঠ ভারত” থিমে আয়োজিত জাতীয় ইন্টিগ্রেশন ক্যাম্প একটি স্মরণীয় ও গর্বের অধ্যায় হয়ে উঠবে— এমনটাই মত সভায় উপস্থিত আধিকারিকদের।



উল্লেখ্য, এই দুই কর্মসূচিই রাজ্যের জন্য এক বিশেষ সম্মান এবং সুযোগ, যা ত্রিপুরাকে জাতীয় পর্যায়ে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে বলে আশা করা হচ্ছে।


No comments:

Post a Comment

Awareness Programme on Road Safety at Unakoti KalaKshetra

Awareness Programme on Road Safety at Unakoti KalaKshetra Correspondent: Ashim Datta, Kailashahar An exceptional awareness progr...