দেবীর দোলায় আগমন : ফল – মড়ক
দেবীর ঘোটকে গমন : ফল – ছত্রভঙ্গ
দেবীর বোধন : বাং ২১শে আশ্বিন, ইং ৮ই অক্টোবর (মঙ্গলবার), পঞ্চমী সকাল ৭টা ৯ মিনিট পর্যন্ত। অতএব ওই দিন সায়ংকালে দেবীর বোধন প্রশস্তা।
দেবীর আমন্ত্রণ ও অধিবাস :
বাং ২২শে আশ্বিন, ইং ৯ই অক্টোবর (বুধবার) ষষ্ঠী সকাল ৭টা ৩২ মিনিট পর্যন্ত। এই দিন সায়ংকালে শ্রীশ্রী শারদীয়া দুর্গা দেবীর আমন্ত্রণ ও অধিবাস। ওই দিন সকালে ৮টা ৩১ মিনিটের মধ্যে দুর্গা ষষ্ঠীর প্রদীপ প্রজ্জ্বলন।
সপ্তমী বিহিত মহাপূজা :
বাং ২৩শে আশ্বিন, ইং ১০ই অক্টোবর (বৃহস্পতিবার) সপ্তমী সকাল ৭টা ২৫ মিনিট পর্যন্ত। অতএব ওই দিন সকালে ৭টা ১০ মিনিটের মধ্যে নবপত্রিকা স্নান, প্রবেশ, স্থাপন এবং সপ্তমী বিহিত পূজা অবশ্যই শেষ করতে হবে। অতএব ভোর ৪টে থেকে সমস্ত সেবায়েতগণ ও পুরোহিতগণকে মন্দিরে উপস্থিত হতে হবে।
অষ্টমী বিহিত মহাপূজা ও সন্ধিপূজা এবং নবমী বিহিত মহাপূজা ও বলিদান :
বাং ২৪ শে আশ্বিন, ইং ১১ইঅক্টোবর (শুক্রবার) অষ্টমী সকাল ৬টা ৪৮ মিনিট পর্যন্ত।
No comments:
Post a Comment