Monday, September 30, 2024

Durga Puja 2024 : এবছর কখন লাগছে অষ্টমী আর কখনই বা সন্ধিপুজো ? জেনে নিন সম্পূর্ণ নির্ঘন্ট




 




দেবীর দোলায় আগমন : ফল – মড়ক
দেবীর ঘোটকে গমন : ফল – ছত্রভঙ্গ


দেবীর বোধন : বাং ২১শে আশ্বিন, ইং ৮ই অক্টোবর (মঙ্গলবার), পঞ্চমী সকাল ৭টা ৯ মিনিট পর্যন্ত। অতএব ওই দিন সায়ংকালে দেবীর বোধন প্রশস্তা।

দেবীর আমন্ত্রণ ও অধিবাস : 


বাং ২২শে আশ্বিন, ইং ৯ই অক্টোবর (বুধবার) ষষ্ঠী সকাল ৭টা ৩২ মিনিট পর্যন্ত। এই দিন সায়ংকালে শ্রীশ্রী শারদীয়া দুর্গা দেবীর আমন্ত্রণ ও অধিবাস। ওই দিন সকালে ৮টা ৩১ মিনিটের মধ্যে দুর্গা ষষ্ঠীর প্রদীপ প্রজ্জ্বলন।



সপ্তমী বিহিত মহাপূজা :

 বাং ২৩শে আশ্বিন, ইং ১০ই অক্টোবর (বৃহস্পতিবার) সপ্তমী সকাল ৭টা ২৫ মিনিট পর্যন্ত। অতএব ওই দিন সকালে ৭টা ১০ মিনিটের মধ্যে নবপত্রিকা স্নান, প্রবেশ, স্থাপন এবং সপ্তমী বিহিত পূজা অবশ্যই শেষ করতে হবে। অতএব ভোর ৪টে থেকে সমস্ত সেবায়েতগণ ও পুরোহিতগণকে মন্দিরে উপস্থিত হতে হবে।



অষ্টমী বিহিত মহাপূজা ও সন্ধিপূজা এবং নবমী বিহিত মহাপূজা ও বলিদান :


বাং ২৪ শে আশ্বিন, ইং ১১ইঅক্টোবর (শুক্রবার) অষ্টমী সকাল ৬টা ৪৮ মিনিট পর্যন্ত।

ক) ওই দিন ভোর ৪টে ৩০ মিনিট হইতে মহাষ্টমীর পূজা অবশ্যই আরম্ভ করতে হবে।

খ) সন্ধিপূজো শুরু সকাল ৬টা ২৪ মিনিট থেকে এবং ৭টা ১২ মিনিটের মধ্যে সমাপন।

গ) সন্ধিপূজা সমাপনান্তে মহানবমী বিহিত পূজা প্রশস্তা।

ঘ) বলিদান সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে হওয়াই বাঞ্ছনীয়।

বিজয়া দশমী : 

বাং ২৫শে আশ্বিন, ইং ১২ই অক্টোবর (শনিবার)। দশমী সকাল ৫টা ৪৪ মিনিট থেকে আরম্ভ। অতএব ওই দিন মহানবমী বিহিত অধিক পূজা ৫টা ৪৪ মিনিটের মধ্যে শেষ করতে হবে। শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমীবিহিত পূজা সমাপনান্তে বিসর্জ্জন প্রশস্তা।







No comments:

Post a Comment

Awareness Programme on Road Safety at Unakoti KalaKshetra

Awareness Programme on Road Safety at Unakoti KalaKshetra Correspondent: Ashim Datta, Kailashahar An exceptional awareness progr...